শিল্প-সাহিত‍্যে স্বকাম বোঝার জন্য একটু ইংরেজির সহায়তা প্রয়োজন। ইংরেজি ‘ম‍্যাসটারবেইশন’ শব্দের প্রচলিত বাংলা প্রতিশব্দের যুক্তাক্ষর বা ঐ-কার শব্দটির আয়তন যতটা বাড়িয়েছে শ্রতিকটুতা ততটা কমাতে পারেনি।  তাই ‘হস্ত’ রেখে শব্দমৈথুন করে ‘স্বকাম’ নিয়ে এগুতে হলো। এটাই শিল্প।  দেখার চোখ ও বোঝার চোখের মধ‍্যে যেটুকু ফাঁকি দিয়ে ততটুকুই শিল্পের পরিব‍্যাপ্তি।  শিল্পীরা এখানেই আমাদের থেকে ভিন্ন।  তারা ভিন্ন কিছু দেখে না, সাধারণ বিষয়কে ভিন্নভাবে অনুধাবন করে।

চিত্র, স্থাপত‍্য ও সাহিত‍্যের বিষয়বস্তু হিসেবে শিল্পীরা তাদের শিল্পে একেক সময়ে একেক ভাবে ভিন্ন ভিন্ন রূপে স্বকাম প্রকাশ করেছে।  স্বকাম নিয়ে সবচেয়ে বিখ্যাত দু’টি চিত্রকর্মের চিত্রকরের নাম সালভাদর ডালি (Salvador Dalí, ১৯০৪-১৯৮৯)।  অধিবাস্তববাদ বা সুরিয়েলিজমকে (surrealism) ভিত্তি করে আঁকা চিত্র যখনি কোন আলোচনায় আসে, সবার প্রথমে সালভেদর ডালির নামটি প্রাধান্য পায়।  অসাধারণ প্রতিভাবান ছিলেন এ স্প্যানিস চিত্রকর।

মহান স্বকামী (সালভাদর ডালি), ১৯২৯