কোনো দৃশ্য বা ঘটনা দেখার পরে আমাদের মনে তার একটা ছবি তৈরি হয়। পরবর্তী কোনো সময়ে সে দৃশ্য বা ঘটনা মনে পড়লে সেই ছবিটা আবছাভাবে ভেসে ওঠে। সেখানে খুব একটা পুঙ্খানুপুঙ্খ বিস্তারিত বর্ণনা থাকে না। যেটা থাকে সেটা হলো সেই দৃশ্য বা ঘটনার একটি সার্বিক প্রতিচ্ছবি। এই প্রতিচ্ছবির নাম অন্তর্মুদ্রা। ইংরেজিতে বলে ‘ইমপ্রেশন’ (impression)।

নিচের দু’জোড়া ছবি দেখতে পারেন। একজোড়াতে মোরগ লড়াই ও গ্রিক দেবী ভেনাসের জন্ম চিত্রিত হয়েছে। অন্য জোড়াতে সূর্যোদয় ও মধ্যাহ্নভোজের আয়োজন।