উন্নত দেশে ফেসবুক-এর চেয়ে টুইটার কেন জনপ্রিয় হচ্ছে?

২০১৬ সাল ছিল ফেসবুক-এর স্বর্ণযুগ। সে সময়ে বিশ্বের ৮৫ শতাংশের বেশি লোক ফেসবুক ব্যবহার করতো। তখন টুইটার ব্যবহার করতো মাত্র ৩ শতাংশ লোক। এর পরে চিত্রপট পাল্টাতে থাকে। সারা বিশ্বে একদিকে কমতে থাকে ফেসবুক ব্যবহার, অন্যদিকে বাড়তে থাকে টুইটারের ব্যবহার। বর্তমানে (মার্চ ২০২০) বিশ্বে সোশ্যাল মিডিয়া ব্যববহারকারীদের মধ্যে ফেসবুক ব্যবহার করছে ৬৪ শতাংশ, টুইটার প্রায় ১৫ শতাংশ।

কেন বাড়ছে টুইটার, কেন কমছে ফেসবুক ব্যবহার? ফেসবুক ও টুইটারের এই বৃদ্ধি হ্রাসে উন্নত ও তৃতীয় বিশ্বের জনগণ কিভাবে আচরণ করছে? কেন করছে?

তৃতীয় বিশ্বে ফেসবুকের ব্যবহার (ডিসেম্বর ২০১৯)