দানদানকান (Dandanqan) এর ঘটনাকে ইতিহাসে Battle of Dandanqan বলা হয়, War of Dandanqan নয়। বাংলায় Battle ও War দুটোকেই “যুদ্ধ” বলা হলেও দুটো এক নয়। সে জন্য একে ‘দানদানকান লড়াই’ বলা যেতে পারে।

লড়াইটি হয়েছিল ১০৪০ সালে, খোরাসানে (Khurasan)। বর্তমান ইরানের উত্তর- পূর্বাঞ্চল, তুর্কিমেনিস্তানের দক্ষিণাঞ্চল ও আফগানিস্তানের উত্তরাঞ্চলকে নিয়ে গঠিত হয়েছিল খোরাসান।

৯৭৭ থেকে ১১৮৬ সাল পর্যন্ত খোরাসানের সিংহাসনে ছিল গজনাভী (Ghaznavid) রাজবংশ। এ রাজবংশের প্রতিষ্ঠাতা সেবুকটিজিন (Sebuktigin)। তিনি ২০ বছর ক্ষমতায় ছিলেন। এর পরে শাসন ক্ষমতায় আসেন তাঁর পুত্র মাহমুদ (Mahmud of Ghazni)। বিখ্যাত পারসিক কবি ফেরদৌসি মাহমুদের দরবারে থাকা কালে “শাহনামা” রচনা করেন।

খোরাসান মানচিত্র