হরুসের চোখ

ডাক্তারের পেসক্রিপশনে লেখা Rxবুৎপত্তি ও অর্থ

Rx প্রতীক
Rx প্রতীক

ডাক্তারের পেসক্রিপশনে Rx লেখা প্রতীকটি আমাদের বেশ পরিচিত। ডাক্তারের যেকোন পেসক্রিপশন বা ব্যবস্থাপত্রের দিকে তাকালে এই শব্দ যুগল আমাদের চোখে পড়ে। কারো কারো মনে হয়তো কখনও এ প্রশ্নটি উঁকি দিয়েছে, কি এই Rx?

Rx-এর R এর অর্থ ‘রেসিপি’ (recipe)। আদেশসূচক বাক্যের ক্রিয়া হিসেবে ‘রেসিপি’ বা R বোঝায় ‘এটা লও’ (take this)। ব্যবহারিক অর্থে Rx এখন ‘পেসক্রিপশন’ বা সাধারণ অর্থে ‘ঔষধ’ বোঝাতে ব্যবহৃত হয়।

এবার একটু পৌরাণিক গল্পে যাওয়া যাক। R-এর লেজে এর J-মতো যে অংশটি আছে সেটা নাকি রোমান দেবতা জুপিটারের (Jupiter) চিহ্ন। এটা যোগ করে আদেশসূচক বাক্যটির অর্থ আরেকটু সম্প্রসারণ করা হয়। R-এর ‘এটা লও’ এর সাথে এখন জুপিটার বাবু যুক্ত হওয়াতে Rx-এর অর্থ এমন দাড়ায়- ‘এটা লও, ঈশ্বর তোমার মঙ্গল করবেন’।

Rx-এর সাথে প্রাচীন মিশরের একটি গল্পও মিশে আছে। সেটা হলো ‘হরুস’ দেবতার চোখ। গ্রামে-গঞ্জে তাবিজ যেভাবে প্রতিরক্ষা কবজ হিসেবে ব্যবহৃত হয় তেমনি প্রাচীন মিশরীয়দের প্রতিরক্ষা কবজ ছিল ‘হরুসের চোখ’। চোখের এই প্রতীকটি কালক্রমে Rx রূপ ধারণ করেছে বলে অনেকে মনে করেন।

Rx-এর মতো আরো বেশ কয়কেটি শব্দযুগল এখন চিকিৎসা বিজ্ঞানে ব্যবহৃত হয়; যেমন, Bx মানে ‘বায়োপসি’ (biopsy), Hx মানে ‘হিসট্রি’ এবং Ex মানে ‘এক্সজামিনেশন’।

সম্পর্কিত অন্যান্য ব্লগ