গ্রিক দেব-দেবীদের জন্ম ও বংশপরিচয়ঃ তিতান দেব-দেবীগণ

গ্রিক পুরাণের সহজপাঠের প্রথম ভাগে গ্রিকদের আদিম দেব-দেবীদের নিয়ে আলোচনা করা হয়েছিল। দ্বিতীয় ভাগে থাকছে তিতানদের নিয়ে আলোচনা। তিতানরা গ্রিকদের তিন প্রজন্মের দেব-দেবীদের মধ্যে দ্বিতীয় প্রজন্ম।   

খ) গ্রিক তিতান দেব-দেবীগণ বারো জন তিতানদের ছয়টি যুগল। জোড়ায় জোড়ায় এই যুগল তিতানরা হলো-অশিয়ানোস (Oceanus) ও তেথুস (Tethys), হাপেরিয়ন ও থেইয়া, কয়উস (Coeus) ও ফয়বে (Phoebe), ক্রোনাস (Cronos) ও রেয়া (Rhea), নিমোসাইনে (Mnemosyne) ও ক্রাইয়াস (Crius) এবং থেমিস (Themis) ও ইয়াপেতুস (Iapetus)। প্রতিটি যুগলের ভিত্তিতে দ্বাদশ তিতানদের বংশ পরম্পরা আলোচনা করা হলো।

১) ক্রোনাস ও রেয়া পরিবার

ক্রোনাস ফসলের দেবতা আর রেয়া উর্বরতার দেবী। রেয়া মূলত ‘সকল দেবতার মা’ হিসেবে পরিচিত। এর কারণ তার গর্ভ হতে গ্রিক দেবদেবীদের তৃতীয় প্রজন্ম তথা প্রধান অলিম্পিয়ান দেবদেবীর সৃষ্টি হয়।

ক্রোনাস কাস্তে দিয়ে নিজের পিতা ইউরেনাসের শিশ্নচ্ছেদ করে সিংহাসন দখল করে। সমুদ্রের ছুড়ে ফেলা ইউরেনাসের সেই অণ্ডকোষ হতে একজন গুরুত্বপূর্ণ দেবীর জন্ম হয়েছিলো। সে হলো ভালোবাসা, সৌন্দর্য ও যৌন দেবী আফ্রোদাইতি (Aphrodite)।

ক্রোনাস ও রেয়া পরিবারের ছয় সন্তান। তিন পুরুষ- হেডিস, জিউস ও পোসাইডন; এবং তিন কন্য দেমেতের, হেরা ও হেস্টিয়া। ক্রোনাসের ঔরসে ফিলারা (Philyra) নামক এক ওশেনিদের গর্ভে জন্মেছিল কাইরন (Chiron)। কাইরন হলো এক সেনতার (centaur)। সেনতার এক ধরনের শংকর প্রাণী যাদের দেহের উপরের অংশ মানুষের মতো, নিচেরটা ঘোড়ার। কাইরন ছিলো একিলিস, হারকিউলিস, পার্সিউস, ঈনিস, ওদিসিয়াস ও থিসিউসের মতো যোদ্ধাদের শিক্ষক।

২) অশিয়ানোস ও তেথুস পরিবার

অশিয়ানোস হলো সমুদ্র দেবতা। এই দেবতা তিনবার পরিবর্তিত হয়েছে। প্রথমে আদিম দেবদেবীদের মধ্যে পন্তাস ছিল সমুদ্র দেবতা। পরে অলিম্পিয়ান দেবতা পোসাইডন সমুদ্র দেবতা হিসেবে আবির্ভূত হয়। তেথুস হলো নদীর দেবী। অশিয়ানোস ও তেথুস এর সন্তানরা ওশেনিদ বা জলপরী নামে পরিচিত। পরবর্তীকালে বিভিন্ন গ্রিক দেবতা ও উপদেবতাদের জন্মে এ সব জলপরীর ভুমিকা রয়েছে।

গাইয়া ও পন্তাসের জ্যেষ্ঠ্য পুত্র নেরেয়াস ‘সমুদ্রের বৃদ্ধ’ নামে পরিচিত ছিল। তার ঔরসে জলপরী দোরিস (Doris) এর গর্ভে ৫০ কন্যা ও এক পুত্র জন্ম নেয়। পুত্রের নাম নেরাইতেস (Nerites)। তাদের কন্যারা পরিচিত ছিল নেরেইদ্স (Nereids) নামে।

৩) হাইপেরিয়ন ও থেইয়া পরিবার (আকাশের দেব-দেবী)

হাইপেরিয়ন আলো আর থেইয়া ছিল ইথারের (aether) দেবী। এই যুগলের তিন সন্তান- সূর্যদেব হেলিয়স (Helios, রোমক নাম Sol), চন্দ্রদেবী সিলিনি (Selene, রোমক নাম Lunos) ও ঊষাদেবী ইয়স (Eos, রোমক নাম Aurora)।

৪) কয়উসফয়বে (Phoebe) পরিবার

কয়উস স্বর্গীয় অক্ষ (celestial axis) ও ফয়বে চন্দ্রদেবী। ফয়বের পরে সিলিনি চন্দ্রদেবী হিসেবে আবির্ভূত হয়। কয়উস ও ফয়বের দুই কন্যা ও এক পুত্র ছিল। দুই কন্যা হলো মাতৃত্বের দেবী লেটো ও দেবী এসতেরিয়া। পুত্রের নাম লেনানতস

লেনানতস বিয়ে করেছিল জলপরী (ওশেনিদ) পেরিবোয়াকে (Periboa)। লেনানতস ও পেরিবোয়ার কন্যা মৃদু-মন্দ বাতাসের দেবী ওউরা

৫) ক্রাইয়াস, ইয়াপেতুস, নিমোসাইনে ও থেমিস  

দ্বাদশ তিতানদের মধ্যে ক্রোনাস ও রেয়া, অশিয়ানোস ও তেথুস, হাইপেরিয়ন ও থেইয়া এবং কয়উস ও ফয়বে যেভাবে পরিবার গড়ে তুলেছিলো বাকী চারজন (দুই পুরুষ তিতান ক্রাইয়াস ও ইয়াপেতুস এবং দুই মহিলা তিতান থেমিস ও নেমোসাইনে) সেভাবে নিজেদের মধ্যে কোন পরিবার গড়েনি। তাদের পরিবার গড়ে ওঠে অন্যদেরকে নিয়ে।

৫.১ ক্রাইয়াস ও ইউরিবিয়া পরিবার

ক্রাইয়াসের পরিবার গড়ে ওঠে গাইয়া ও পন্তাসের কন্যা ইউরিবিয়াকে নিয়ে। ইউরিবিয়া ছিল সমুদ্রজ্ঞান সম্পন্ন এক দেবী। এ পরিবারে তিন সন্তান-সন্ধ্যা দেব এস্ত্রিয়াস (Astraeus), প্রলয় দেব পারসিজ (Perses) ও যুদ্ধ দেব প্যালাস (Pallas)।

কয়উস ও ফয়বের কন্যা এসতেরিয়ার সাথে পারসিজের মিলনে জন্ম নেয় ডাকিনীবিদ্যার দেবী হাকাতি (Hecate)।  সন্ধ্যা দেব এস্ত্রিয়াস এবং হাইপেরিয়ন ও থেইয়ার কন্যা ঊষাদেবী ইয়স তাদের পরিবার গড়ে তোলে। অন্যদিকে, যুদ্ধ দেব প্যালাসের পরিবার গড়ে ওঠে নিশাদেবী নিক্সকে (আদিম তিন দেবীর একজন) নিয়ে। এস্ত্রিয়াস ও প্যালাসের বংশ পরিচয় নিম্নে তুলে ধরা হলো।