তিন পাগলে হলো মেলা নদে’ এসে

তোরা কেউ যাস নে ও পাগলের কাছে ।।

পাগল কেন?

কারা সেই পাগল?

নদে’ কোথায়?

উপরের তিনটি প্রশ্নে উত্তর জানলেই লালনের এ গানটি বোঝা যায়?

পাগল কেন?

এই তিন পাগল সবাই শ্রীকৃষ্ণ ভক্ত – হরি পাগল। তাই লালন এদেরকে সবাইকে ‘পাগল’ বলেছেন।

কারা সেই পাগল?

লালন নিজেই গানের শেষে সেই তিন পাগলের পরিচয় তুলে ধরেছেন। তিনি বলেন:

“ও সে চৈতে নিতে অদ্বে পাগল

নাম ধরেছে।”

এখানে ‘চৈতে’ মানে শ্রীচৈতন্যদেব, আর ‘নিতে’ ও ‘অদ্বে’ সেই চৈতন্যের দুই প্রধান পার্ষদ- নিত্যানন্দ ও অদ্বৈতাচার্য।

তিন পাগলে কোথায় মেলা করেছিল?

তিন পাগলে ‘নদে’ মানে কুষ্টিয়া জেলার সীমান্তবর্তী ভারতের পশ্চিম বাংলার ‘নদিয়া’ (পূর্বনাম নবদ্বীপ) জেলায় মেলা জমিয়েছিল।

নদিয়া – ভাগীরথী নদীর তীরে অবস্থিত হওয়ায় নদিয়া হিন্দু ধর্মালম্বিদের জন্য একটি তীর্থস্থান। বাংলার সেনরাজা বল্লাল সেন নদিয়া প্রতিষ্ঠা করেন। মুসলিম সেনাপতি বখতিয়ার খলজী ১২০৪ সালে বাংলা বিজয় করার আগে নদিয়া বাংলার রাজধানী ছিল।

গৌড়ীয় বৈষ্ণব ধর্ম – গৌড়ীয় বৈষ্ণবধর্ম হিন্দু বৈষ্ণবধর্মের একটি উপসম্প্রদায়। খ্রিষ্টীয় ষোড়শ শতাব্দীতে পূর্বভারতে চৈতন্য মহাপ্রভু (১৪৮৬ – ১৫৩৪) এই ধর্মান্দোলনের সূত্রপাত করেন। এ ধর্মমতে, পঞ্চদশ শতকে পৃথিবীতে আবির্ভুত ঈশ্বরের (কৃষ্ণ) পাঁচটি অবতার হলেন পঞ্চতত্ত্ব। এরা হলেন চৈতন্য মহাপ্রভু, নিত্যানন্দ, অদ্বৈত আচার্য, গদাধর পণ্ডিত ও শ্রীনিবাস ঠাকুর। এঁদের দ্বারা ভারতবর্ষে বিখ্যাত হরে কৃষ্ণ মন্ত্র ছড়িয়ে পরে।

প্রধান পাগল- শ্রীচৈতন্যদেব

নদিয়ার শ্রীচৈতন্যদেব (১৪৮৬-১৫৩৪) লোকপ্রিয় বৈষ্ণব সন্ন্যাসী, ধর্মগুরু মহাপুরুষ এবং সমাজসংস্কারক। তিনি ‘চৈতন্য মহাপ্রভু’, ‘গৌরাঙ্গ’, ‘গৌরচন্দ্র’ বা ‘নিমাই’ নামেও পরিচিত।

শ্রীচৈতন্যদেব