উইলিয়াম জেমস সাইদিস নামে কোন বিখ্যাত ব্যক্তির নাম কি আমরা শুনেছি? অধিকাংশ মানুষই বলবে, না। এ নামে কাউকে চিনি না। অথচ, এ মানুষটি আইনস্টাইন, নিউটনের চেয়েও অধিক প্রতিভাবান ছিলো।

বিজ্ঞান বলে, এখনকার সাধারণ মানুষের গড় আইকিউ ৯০ থেকে ১০৯ এর মধ্যে। যাদের আইকিউ সবচে’ খারাপ তাদেরটা ৬৯ বা তার নীচে; অন্যদিকে যাদের খুব বেশি তাদের আইকিউ ১৩০ বা তার উপরে।

বিজ্ঞানী আইনস্টাইনের আইকিউ ছিলো ১৬০। তাঁর থেকে বেশি আইকিউ ছিল নিউটনের। নিউটনের আইকিউ ছিলো ১৯০। আইনস্টাইন বা নিউটনের চেয়ে অধিক আইকিউ সম্পন্ন আরেক জন ছিলো। নাম উইলিয়াম জেমস সাইদিস। ‘পরম বিষ্ময়কর শিশু’ (child prodigy) নামে খ্যাত সাইদিসের আইকিউ ছিলো ২৬০। অথচ, এ পৃথিবীর খুব কম মানুষ তাঁর নাম জানে। জানার সুযোগও তো তেমন হয়নি। গণিত ও ভাষা দক্ষতার অসম্ভব এ প্রতিভা অকালে ঝরে গিয়েছিলো। কিন্তু কেন?