ফেসবুক ধর্মপ্রচার হয়, না কি অপপ্রচার? ঈশ্বর কী নিয়মিত ফেসবুকিং করেন? তাঁর কী কোনো ফেসবুক একাউন্ট আছে? যদি ফেসবুক একাউন্ট থাকে, তবে সেটির আইডি কী? আইডি জানা থাকলে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতাম।  রিকোয়েস্ট একসেপ্ট না করলে ফলো করতাম।  বিষয়টি বুঝতে অনেক দেরী হলো। এতদিনে ঈশ্বর বোধ হয় আমাকে ব্লক করে দিয়েছেন। তবুও, ‘বেটার লেইট দ‍্যান নেভার’।  ধর্ম যেটাই হোক, অন্তত কোনো একটার লাইনে আপাতত ফলোয়ার হলেও চলবে।

আমার নিজের ফেসবুকে বিভিন্ন ধর্মের বন্ধু-বান্ধব আছে। এদের পোস্ট বা শেয়ার থেকে সময়ে সময়ে ধর্মের খাতায় নাম লেখানোর সুযোগ এসেছিল, কাজে লাগানো হয়নি।  এ রকম অনেক দাওয়াত পেয়েছিলাম- “মুসলমান হলে পোস্টটিতে লাইক না দিয়ে যাবেন না”, “মুমিন হলে পোস্টটি শেয়ার করুন”, “খাঁটি ঈমানদার মুসলমান হলে শেয়ার করুন”, “মুসলিম হলে উত্তর দিন”।  আরও সহজ করে এমসিকিউয়ের মতো অপশন দিয়েছিলো, “আপনার রব কে? ১। আল্লাহ ২।  ভগবান”।  তারপরে বলেছিল, “কমেন্টের ঘরে মতামত দিন”।  এক বা দুই কোনোটাই লেখা হয়নি।