আজ জানুন মহামারী করোনা রোগের ইতিহাস। করোনার মতো মহামারী বিশ্বে নতুন কিছু নয়। যুগে যুগে বিভিন্ন বিভিন্ন রোগ বিভিন্ন সময়ে মানব জাতির উপরে মরণ ছোবল দিয়েছে।

কোন নির্দিষ্ট এলাকায় যখন কোন রোগের প্রকোপ ঘটে। তখন তাকে অ্যান্ডেমিক রোগ বলে। ১৯৭৪-এ ভারতের উত্তর প্রদেশ এবং বিহারে ২০ হাজারের মত মানুষ গুটি বসন্তে মারা গিয়েছিল। এটা ছিল অ্যান্ডেমিক (endemic) রোগ । এ ধরণের রোগ বহুদিন ঘাপটি মেরে বার বার আঘাত হানতে পারে। রোগ যদি এপিডেমিক (epidemic)  হয়, তবে তা নির্দিষ্ট কোনও এলাকায় বিশাল সংখ্যক মানুষের মধ্যে খুব দ্রুত ছড়িয়ে পড়ে। ২০১৩ থেকে ২০১৬ সালে ইবোলা এপিডেমিক আকারে পশ্চিম আফ্রিকাতে ১১,৩০০ জনের প্রাণহানি ঘটায়। প্যান্ডেমিক (pandemic) হলো নতুন কোনও সংক্রামক ব্যাধির বিশ্বব্যাপী সংক্রমণ। সার্চ, সোয়াইন ফ্লু ছিল প্যান্ডেমিক রোগ। করোনাও তাই।