Bluetooth বা নীলদাঁত

দশম শতকে ডেনমার্ক ও নরওয়ে অঞ্চলে ভাইকিংসসহ বেশ কিছু যাযাবর জাতি বাস করতো। তাদের পরস্পরের মধ্যে ঝামেলা লেগেই ছিলো। তখন এক রাজা বিবদমান জাতিগুলোকে একত্রিত করে ডেনমার্ক ও নরওয়েকে মিলিয়ে এক রাজ্য গড়ে তোলেন। এই রাজার নাম ছিল হ্যারল্ড ব্লুটুথ (Harald Bluetooth)। এ রাজার নাম থেকে bluetooth এর নামকরণ করা হয়।

স্ক্যান্ডিনেভিয়ান (ডেনমার্ক, নরওয়ে, সুইডেন ইত্যাদি) অঞ্চল থেকে ভাইকিংসরা পশ্চিম ইউরোপের জার্মান, ব্রিটেন, ফ্রান্সের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে। এই ভাইকিংসরা রুনিস (Runes) ভাষায় কথা বলতো।

ব্লুটুথ প্রতীক