Nymphomaniac বা পুরুষাক্ত নারী

ফেসবুকে বিভিন্ন মানুষের আইডি হিসেবে সবচেয়ে বেশি যে বাংলা শব্দটি ব্যবহৃত হয়েছে তা হলো- “পরী”। ফেসবুক ঘাটলে সব রঙের পরী (যেমন- ‘লাল পরী’, ‘নীল পরী, ‘সাদা পরী’ …..), সব স্থানের পরী (যেমন- ‘জলপরী’, ‘স্বপ্নপরী’, ‘বনপরী’…..) পাওয়া যায়।

“পরী” শব্দটি কেন আইডি হিসেবে এত বেশি ব্যবহৃত হচ্ছে তা একটি রহস্য থাকতে পারে। ‘পরী’ শব্দটির ইংরেজি হলো ‘নিমফ’ (nymph)। গ্রিক, রোমান ও হিন্দু পুরাণে (উর্বশী, রম্ভা, আলসেইডস ইত্যাদি) নিমফের পরিচয় পাওয়া যায়। পুরাণগুলোতে এ পরীরা মূলত দেবতাদের শয্যা সঙ্গিনী হিসেবে বেশি খ্যাত ছিলো।

পরবর্তীকালে মনোবিজ্ঞানে নিমফ নিয়ে একটি মানসিক রোগের নামকরণ করা হয়। রোগটির নাম ‘নিমফোম্যানিয়া’ (Nymphomania)। পুরুষদের প্রতি নারীদের অপ্রতিরোধ্য যৌনাকাঙ্ক্ষা বোঝাতে নিমফোম্যানিয়া ব্যবহৃত হয়; অর্থাৎ, যে নারী পুরুষের প্রতি অসম্ভব যৌনাকাঙ্ক্ষা অনুভব করে তাকে নিমফোম্যানিয়াক (Nymphomaniac) বলে।

“পরী” নামধারী সকল ফেসবুক আইডিধারীরা এ রোগে আক্রান্ত কি না তা অবশ্য নিশ্চিত ভাবে বলা যায় না। তবে একটা ধারণা পাওয়া যেতে পারে।

চিত্রশিল্পে সাতার ও নিমফ